ঢাকাTuesday , 17 May 2022

আহত তানজিন তিশা

Zero News
May 17, 2022 10:40 am
Link Copied!

শুটিংয়ে আহত হয়েছেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আপাতত বাসায় বিশ্রামে আছেন তিনি। রোববার (১৫ মে) সন্ধ‌্যার পর রাজধানীর অদূরে বিরুলিয়ার এক রিসোর্টে ফাইটিং দৃশ্যের শুটিং চলাকালে ডান হাতে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।

তান‌জিন তিশা ব‌লেন, ‘বিকেল থেকে শুটিং করছিলাম। ‌কিন্তু সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত পাই। পুরো হাত ফুলে গেছে, নাড়াতে পারছি না।’

আগা না‌হিয়ানের পরিচালনায় একটি মুঠোফোন কোম্পা‌নির বিজ্ঞাপনের শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সঙ্গী হয়েছেন জাতীয় দ‌লের ক্রিকেটার তাসকিন আহমেদ।