ঢাকাTuesday , 17 May 2022

নিজ কার্যালয়ে মশা নিধন অভিযান মেয়র আতিকের

Zero News
May 17, 2022 2:28 pm
Link Copied!

এবার নিজ কার্যালয়েই মশক নিধন অভিযান চালালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তরের নগরভবনে শনিবার সকালে প্রায় এক ঘণ্টা ধরে মশার লার্ভা নিধন অভিযান চালানো হয়।

অভিযানের সময় পুরো নগরভবন ঘুরে দেখেন মেয়র আতিকুল ইসলাম। এসময় এডিস মশার লার্ভা পাওয়া গেলে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি। বেলা পৌণে ১১ টার দিকে শেষ হয় মশক নিধন অভিযান।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, এ বছরই মশা নিয়ন্ত্রণে কুইক রেসপন্স টিম গঠন করা হবে। টিমের সদস্যরা যেসব এলাকায় ডেঙ্গু রোগী পাওয়া যাবে সেখানে পরিচালনা করবে বিশেষ অভিযান। এডিস মশার লার্ভা পাওয়া গেলে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে। রাজধানীর উত্তরে কোনো ভবনে এডিসের লার্ভা পেলে ওই ভবনের মালিকের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি মামলাও করা হতে পারে।

ডেঙ্গুর প্রকোপ নিয়ে এক জরিপ শেষে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ এবং চারটি ওয়ার্ডকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

আসন্ন বর্ষা মৌসুমে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জোরদার অভিযান শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

ডিএনসিসি এলাকায় ১০ দিনের মশা নিধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। ১৭ থেকে ২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।