ঢাকাTuesday , 17 May 2022

পুনর্ভবা নদীর পানিতে প্লাবিত গোমস্তাপুরের ৩ হাজার বিঘা জমির ধান

Zero News
May 17, 2022 1:45 pm
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় তিন হাজার বিঘা জমির ধান। পরিবার-পরিজন নিয়ে সামনের দিনগুলো কীভাবে সেই চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন কৃষকরা।

মঙ্গলবার(১৭ মে) উপজেলার রাধানগর ইউনিয়নের আশপাশের বিলে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

স্থানীয়রা বলছেন, ভারত থেকে প্রবাহিত পুনর্ভবা নদীর পানি গত তিনদিন ধরে রাধানগর ইউনিয়নে ঢুকছে। এতে বিলেকুজাইন, ভাটখোর, রোকনপুরগঞ্জ মৌজার তিন হাজার বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।

রাধানগর ইউনিয়নের ধানচাষি আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, ‘তিনদিন আগে থেকে ভারত থেকে পুনর্ভবা নদীর পানি আমাদের বিলে ঢুকছে। তখন খুব একটা গুরুত্ব দেইনি। কিন্তু গতকাল থেকে আমার ২৫ বিঘাসহ প্রায় ৩-৪ বিঘা জমির ধান তলিয়ে গেছে। অনেক কষ্ট করে ধান রোপণ করেছিলাম। কিন্তু এক পুনর্ভবা নদীর পানি সব শেষ করে দিলো। এখন আমরা কী খাবো?’

রোকুনপুরগঞ্জের চাষি নাজমুল হুদা বলেন, ‘ওই বিলে আমার তিন বিঘা জমি বোরো ধানের জমি ছিল। ধানগুলো এবার খুব ভালো হয়েছিল। কিন্তু ভারত থেকে পানি এসে হঠাৎ সব ধান তলিয়ে দিয়েছে। শুধু আমার নয়, শত শত কৃষকের ধান এখন পানির নিচে।’