সরকারিভাবে গম রপ্তানি বন্ধের বিষয়ে ভারত কোন প্রজ্ঞাপন দেয়নি বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আর দিলেও এতে বাংলাদেশের ওপরর তেমন প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি।
দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই গত এক বছর ধরে দেশে চাল আমদানি করতে হয়নি। এবারের বন্যায় ধানের যে ক্ষতি হয়েছে তাতে খাদ্যের কোন ঘাটতি হবে না। বৃষ্টিপাত হওয়ায় আউশ ধানের ফলন ভালো হওয়ার কথাও জানান খাদ্যমন্ত্রীর। এছাড়া সরকার পেঁয়াজ আমদানির চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, গম আমাদের দেশে হয় না, আমদানি করতে হয়। গম আমদানি করা হতো ইউক্রেন ও রাশিয়া থেকে। কিন্তু এ দুই দেশের যুদ্ধের পর আমরা পাশের দেশ ভারত থেকে তিন লাখ টন গম আমদানি করেছি। পরে যা দরকার হবে তাও ভারত থেকে আমদানি করা হবে।