ঢাকাWednesday , 18 May 2022

আশির ঘরে থেকে লাঞ্চে গেলেন লিটন-মুশফিক

Zero News
May 18, 2022 1:17 pm
Link Copied!

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন আশির ঘরে থেকে লাঞ্চে গেলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে লিড নেওয়ার পথে রয়েছে বাংলাদেশ। এদিন সকাল থেকে ধীরগতিতে ব্যাটিং করেছে টাইগার দুই ব্যাটসম্যান। যার ফলে প্রথম সেশনে লিড নেওয়া হয়নি টাইগারদের।

তবে লঙ্কানদের থেকে আর মাত্র ১২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৫ রান। মুশফিক মাইলফলক স্পর্শ করে অপরাজিত আছেন ৮৫ রানে। অপর প্রান্তে লিটনের সংগ্রহ ৮৮ রান। এই দুই ব্যাটসম্যান গড়েছেন ১৬৫ রানের জুটি।

চট্টগ্রামে চতুর্থ দিন সকালে বৃষ্টির কারণে খেলা শুরু হতে ৩০ মিনিট বিলম্ব হয়। খেলা শুরু হওয়ার পর সব আকর্ষণ ছিল মুশফিকের দিকে। কারণ, এই ব্যাটসম্যান প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের চেয়ে মাত্র ১৫ রান দূরে ছিলেন।

তবে এদিন দেখেশুনে সাবধানী ক্রিকেট খেলতে থাকেন মুশফিক। যার কারণে এই ১৫ রান নিতে বল খেলেন ৪৮টি। তবে অপর প্রান্তে লিটন স্বাভাবিক ব্যাটিং অব্যাহত রাখেন। এই সেশনে বাংলাদেশ ২৭ ওভারে রান তুলেছে ৬৭ রান। যদিও কোনো উইকেট হারায়নি তারা।