ঢাকাWednesday , 18 May 2022

বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল ফের শুরু ১ জুন

Zero News
May 18, 2022 1:19 pm
Link Copied!

করোনা মহামারির কারণে বন্ধ থাকা ঢাকা-কলকাতা রুটের তিন যাত্রীবাহী ট্রেনের চলাচল ফের শুরু হচ্ছে ১ জুন। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আগামী মাসে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাংলাদেশ সফরকালে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও জলপাইগুড়ি-ঢাকা রুটের মিতালী এক্সপ্রেসের চলাচল শুরু হবে।

করোনা মহামারির কারণে বন্ধ হওয়ার আগে সপ্তাহে পাঁচ দিন ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস এবং দুই সপ্তাহে একদিন খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস চলাচল করত।

একজন কর্মকর্তা বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে দুই দেশের যাত্রীদের থেকে ট্রেন চলাচল ফের শুরু করতে ব্যাপক চাহিদা রয়েছে।

এই দুটি ট্রেনের জন্য বাংলাদেশ রেলওয়ে ও ভারতীয় রেলওয়ে প্রত্যেকে একটি করে রেক দিয়েছিল।

২০২১ সালের মার্চে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এটি চালু করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরলে পরিষেবাটি শুরু হবে বলে আশা করা হচ্ছে।