ঢাকাWednesday , 18 May 2022

হজ নিবন্ধনের টাকা যেভাবে ফেরত পাবেন

Zero News
May 18, 2022 4:23 pm
Link Copied!

যেসব হজযাত্রী ইতোমধ্যে মারা গেছেন, অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তাদের প্রতিনিধি নিবন্ধন বাবদ জমা করা অর্থ আবেদন করে ফেরত নিতে পারবেন।

বুধবার (১৮ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেষ মোহাম্মদ শাহীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব হজযাত্রী ইতোমধ্যে মারা গেছেন-অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তার পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তার নিবন্ধন বাবদ জমা করা অর্থ সমন্বয় করতে পারবেন না। এ ধরনের ব্যক্তি বা মারা যাওয়া হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবদ জমা করা অর্থ ফেরত পাওয়ার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করে জমা করা অর্থ উত্তোলন-ফেরত নিতে পারবেন।