ঢাকাThursday , 19 May 2022

বিশ্বে নতুন আতঙ্ক মাংকিপক্স!

Zero News
May 19, 2022 7:17 pm
Link Copied!

বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করলেও ইউরোপের বিভিন্ন দেশে দেখা দিয়েছে বিরল রোগ মাংকিপক্স।

স্পেন, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রে এরইমধ্যে শনাক্ত হয়েছে ছোয়াচে এ রোগ। এছাড়া, যুক্তরাষ্ট্রে একজনের শরীরে দেখা দিয়েছে মাংকিপক্স। ওই ব্যক্তি সম্প্রতি কানাডা ভ্রমণ করেছিলেন। বিরল এই রোগ ছড়িয়ে পড়ায় সতর্কতা জারি করেছে ইউরোপের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মানবদেহে স্মলপক্সের মতোই প্রতিক্রিয়া তৈরি করে মাংকিপক্স। যা পেশীতে ব্যথা, গলা ফোলা উপসর্গ দিয়ে শুরু হয়ে সাধারণ ফ্লুজনিত জ্বর দেখা দেয়। পরে মুখ এবং শরীরে চিকেনপক্সের মতো র‌্যাশ দেখা যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র। সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার বিভিন্ন অংশে এই বিরল রোগের প্রকোপ বেশি দেখা যায়। তবে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় এটি মারাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।