ঢাকাThursday , 19 May 2022

লালমনিরহাটে চলন্ত ফ্যান পড়ে চার ছাত্রছাত্রী আহত

Zero News
May 19, 2022 11:57 am
Link Copied!

মোস্তাফিজুর রহমান ,লালমনিরহাট প্রতিনিধিঃ

জেলা সদরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর চার ছাত্রীর মাথায় চলন্ত বৈদ্যুতিক ফ্যান পড়ে গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, বুধবার (১৮ মে) বিদ্যালয়ের নবম শ্রেণীর শ্রেণীকক্ষে শিক্ষকদের প্রশিক্ষণ চলায় পরিত্যক্ত ঘোষিত ১০৮ নং কক্ষে ইংরেজি দ্বিতীয় পত্রের পাঠদান চলছিল।

এসময় চলন্ত বৈদ্যুতিক ফ্যান মাথায় পড়লে চারজন ছাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন- সাবিহা জাহান, এরিনা, ফিহা ও হিতৈষী। পরে শ্রেণীশিক্ষক আহতদেরকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে জরুরি বিভাগে নেন। খবর পেয়ে সন্তানের এ অবস্থা দেখে অভিভাবকদের দাবী, গাফিলতি ও অব্যবস্থাপনার দরুন এই দুর্ঘটনা ঘটেছে। আগেও ফ্যান নিয়ে অভিযোগ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের।

এছাড়া দুই বছর আগেও ওই কক্ষের ছাদ ধ্বসে কয়েকজন ছাত্রী আহত হয়েছিলেন বলে অভিযোগ করেন তারা। বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক শামীমা বেগমকে অনুপস্থিত পাওয়া গেছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রতিনিধিকে জানান, কক্ষটি অনেক পুরনো হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।