ঢাকাThursday , 19 May 2022

হাইওয়ে সঙ্ঘবদ্ধ চোরের মূল ৬ সদস্য গ্রেফতার করলো পিবিআই

Zero News
May 19, 2022 4:51 pm
Link Copied!

 মোঃ জুবায়ের আলম, ঢাকা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক,কাভার্ড ভ্যান,পিকআপ,অটোরিক্সা, ইজিবাইক কেন্দ্রিক চোর, ছিনতাইকারী, অপহরনকারী ও হাইওয়ে মহাসড়কে সংঘবদ্ধ তেল চোর চক্রের মূলোৎপাটনঃ চক্রের মূলহোতাসহ ০৬ সদস্য গ্রেফতার, ২ টি পিকআপ উদ্ধার ও ০৫ টি চোরাই গ্যারেজের সন্ধান!!!

মামলার বাদী তরিকুল ইসলাম(৩৩),গত ০৯/০৫/২০২২ইং তারিখে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকার ১ নং রোড এর মাথায় বাদীর চায়ের দোকানের সামনে তার একটি এক্স-২ টাটা কোম্পানির পিকআপ গাড়ি যার রেজিঃ নং-ঢাকা  মেট্রো-ন-১৮-৩৫৯২,ইঞ্জিন নং-২৭৫ওউও০৫ঈটণঝ২২০৩২,চেসিস নং-গঅঞ ৪৪৫২৩৫ঋতজ১০১০২, সিসি নং-৭০০, গাড়িটির রং-নীল, দেড় বছর যাবত ব্যাংকের লোনের মাধ্যমে ক্রয় করে ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।

উক্ত গাড়িটি প্রতিদিনের ন্যায় বিভিন্ন জায়গায় ট্রিপ মারার পর গত ০৯/০৫/২০২২ খ্রিঃ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ, থানাধীন  সাহেবপাড়া ১ নং রোড এর মাথায় আমার চায়ের দোকানের সামনে বাদী নিজে গাড়িটি তালাবদ্ধ করে বাসায় চলে যান। তিনি একই তারিখে সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় তাহার দোকানের সামনে এসে দেখেন তাহার গাড়িটি নেই।

বাদী সহ তার এলাকার বিভিন্ন লোকজন নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার গাড়িটি কোথাও খুঁজে পায়নি। পরে বাদীসহ তার পরিবারের নিকট আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের সাথে আলোচনা করে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গাড়িটি উদ্ধারের সর্বাত্বক চেষ্টা করে কোথায় খুজেঁ না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় সূত্রে বর্নিত মামলাটি রুজু করেন। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ৩০, তারিখ- ১৮/০৫/২০২২ ইং, ধারা- ৩৭৯ পেনাল কোড। মামলাটি পিবিআই এর তফসিলভূক্ত হওয়ায় স্ব-উদ্যোগে গ্রহন করা হয়।

মামলাটি গ্রহনের পর মামলার পিবিআই নারায়নগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম.পিপিএম, এর প্রত্যক্ষ্ দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই(নিঃ),শাকিল হোসেন এবং সহযোগী এস আই(নিঃ) মাজহারুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তি এবং সোর্সদের সহায়তায় আসামী মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত ০৬ জন আসামী, ১) কালাম ভান্ডারী(৩৫), পিতা-মৃত আব্দুল সিদ্দিক ভান্ডারী,সাং-আনন্দ বাজার পশ্চিম ধামাজদ্ধি,থানাঃ সোনারগাঁ,জেলাঃ নারায়নগঞ্জ ২। মোঃ রায়হান(৩০),পিতাঃ রিপন,সাং-নাগেরচর,থানাঃ তিতাস,জেলাঃ কুমিল্লা,হাল সাংঃ সাহেবপাড়া,সিদ্ধিরগঞ্জ, ,জেলাঃ নারায়নগঞ্জ ৩। হাসান আহম্মেদ(৩২),পিতাঃ মৃত কাজী মিয়া,সাং  জুগিরকান্দা,থানাঃ ইটনা,জেলাঃ কিশোরগঞ্জ, হাল সাংঃ সাহেবপাড়া,থানাঃসিদ্ধিরগঞ্জ, ,জেলাঃ নারায়নগঞ্জ ৪। মোঃ ফারুক(২৭),পিতাঃ মৃত মোক্তার হোসেন,সাংঃ বারগাও,আদমপুর, ,থানাঃ সোনারগাঁ,জেলাঃ নারায়নগঞ্জ, ৫। মোঃ সুমন(৩০),পিতাঃ মৃত হিরন ভূইয়া,সাংঃ কাচপুর সোনাপুর, থানাঃ সোনারগাঁ,জেলাঃ নারায়নগঞ্জ,হাল সাং-পশ্চিম বক্স নগর,ডেমরা,৬। মনির হোসেন(২৭),পিতাঃ মজি রহমান,সা-বউবাজার,থানাঃ ডেমরা,জেলাঃ ঢাকা আসামীগন কে গত ইং- ১৮/০৫/২০২২ তারিখ সিদ্ধিরগঞ্জ,সোনারগাও,রূপগঞ্জ,ডেমরা থানাধীন বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করা হয়।

আসামীরা ঢাকা চট্টোগ্রাম মহাসড়কে ট্রাক,কাভার্ড ভ্যান,পিকআপ,অটোরিক্সা, ইজিবাইক কেন্দ্রিক চোর, ছিনতাইকারী, অপহরনকারী ও হাইওয়ে মহাসড়কে সংঘবদ্ধ তেল চোর চক্রের পেশাদার অপরাধী চক্র। উক্ত চক্রের আসামীদের গ্রেফতার করার পর তাদের দেয়া তথ্যমতে চুরি হওয়া দুটি পিকআপ গাড়ি একটি যাত্রাবাড়ী এবং আরেকটি সিদ্ধিরগঞ্জ এলাকা হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদকালে তারা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করে যে,তারা প্রায় ০৩ বছর যাবৎ অনুমান ১০০/১২০ এর বেশী ,ট্রাক,পিকআপ ভ্যান, ইজিবাইক এবং অটো রিক্সা ছিনতাই চুরি করেছে।

তদন্তকালে আমরা ঢাকা, নারায়নগঞ্জসহ আশপাশের এলাকায় আরো ০৫ টি চোরাই গ্যারেজের সন্ধান পেয়েছি যেগুলিতে অতিদ্রুতই অভিযান পরিচালনা করা হবে। এই চক্রের আরও কোন সদস্য জড়িত আছে কী না তা তদন্ত করে গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন কার্যক্রম অব্যাহত আছে।