ঢাকাFriday , 20 May 2022

নতুন চমক নিয়ে হাজির শুভমিতা

Zero News
May 20, 2022 11:53 am
Link Copied!

বাংলা গানের অন্যতম শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জি। আধুনিক বাংলা গান, ধ্রুপদী সংগীত এবং রবীন্দ্রসংগীতসহ সবক্ষেত্রেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই গায়িকা। গানের শিরোনাম ‘কাছে আসলে’।

মহসীন মনিরের কথায় গানটির সুর করেছেন কাজী হাবলু। সংগীতায়োজন করেছেন চিরঞ্জন ব্যানার্জি।

শুভমিতা ব্যানার্জি বলেন, এমন একটি গান দুই বাংলার দর্শকের জন্য উপহার। কথা, সুর ও সংগীতায়োজন গানটিতে এক অন্য মাত্রা যোগ করেছে। আশা করি, আমার নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।

দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে গত মঙ্গলবার (১৭ মে) শুভমিতার নতুন গানটি অন্তর্জালে অবমুক্ত করা হয়েছে।