ঢাকাFriday , 20 May 2022

পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি, ফেরিঘাটের পন্টুন র‍্যাম তলিয়ে যানবাহন পারাপার ব্যাহত

Zero News
May 20, 2022 11:56 am
Link Copied!

পদ্মা নদীতে হঠাৎ পা‌নি বৃ‌দ্ধি পেয়ে রাজবাড়ীর দৌলত‌দিয়া প্রান্তের ব্যস্ততম ৫নং ফেরিঘাট তলিয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে আপাতত এই ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২০ মে) সকালে দৌলতদিয়া ফে‌রিঘাটে এ চিত্র দেখা যায়।

বর্তমানে দৌলত‌দিয়া প্রান্তের ৭‌টি ঘাটের মধ্যে ৩‌টি ঘাট সচল রয়েছে। নতুন করে ৫ নং ঘাট তলিয়ে যাওয়ায় এখন ৩ ও ৭নং ঘাট দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। ফলে তীব্র যানজট দেখা দিয়েছে।

বর্তমানে দৌলত‌দিয়া প্রান্তের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ফে‌রি পারের অপেক্ষায় রয়েছে সাত শতা‌ধিক যানবাহন। যানবাহনগু‌লোর মধ্যে শত শত যাত্রীবাহী বাস রয়েছে। মধ্যরাতে ফে‌রিঘাটে আসা এসব বাস এখন পর্যন্ত ফে‌রিতে উঠতে পারেনি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বিআইডব্লিউ‌টি‌সির দৌলত‌দিয়া ফে‌রিঘাটের ব্যবস্থাপক মো.শিহাব উদ্দীন জানান, বর্তমানে এ রুটে যাত্রী ও যানবাহন পারাপারে ১৭ টি ফে‌রি চলাচল করছে। ঘাট সংকটের কারণে ফে‌রি চলাচল সাময়িক বিঘ্ন হচ্ছে।