ঢাকাSaturday , 21 May 2022

পীরগাছায় যাতায়াতের রাস্তায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

Zero News
May 21, 2022 8:13 pm
Link Copied!

একরামুল ইসলাম,পীরগাছা, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় যাতায়াতের রাস্তায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন করেছে এলাকাবাসি। শনিবার (২ মে) বিকেলে উপজেলার অন্নদানগর ইউনিয়নের সাতদরগা বাজারস্থ দেওয়ানবাগ শরীফ সংলগ্ন এ মানববন্ধন করেন তারা।

স্বেচ্ছাসেবী সংগঠন রয়্যালস ক্লাবের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক হাসান মিয়া, প্রবাসি মিজানুর রহমান রকি, ব্যবসায়ি দুদু মিয়া, সাবেক প্রধান শিক্ষক কাজী তবারক হোসেন, সাতদরগা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, টেকনিশিয়ান শরীফুল ইসলাম সবুজ। এছাড়াও ক্লাবের সদস্য মাহবুবার রহমান, আহমেদ ফারুক রেজা, সাদ্দাম হোসেন সুজন, রাহাত আলী, তুহিন মিয়া, আশিকুর রহমান, জুয়েল ইসলাম ও শেখ ফরিদ প্রমুখ।

তারা জানান, আমরা প্রায় ৩০বছর যাবত দেখে আসছি একটু বৃষ্টিতেই বাবে নাজাত দেওয়ানবাগ শরীফ সম্মুখে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তাটি সাতদরগা বাজার হতে দেওয়ানবাগ শরীফ পর্যন্ত খানাখন্দে ভরা। অল্প বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জনপ্রতিনিধিরা জলাবদ্ধতা নিরসনে কোন রকম ব্যবস্থা নেয়নি। এর ফলে আমরা প্রতিনিয়ত বড় ধরণের দুর্ঘটনার শিকার হচ্ছি।

মানববন্ধন শেষে জলাবদ্ধতা নিরসনে অন্নদানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের বরাবরে স্মারক লিপি দেন তারা। এ বিষয়ে চেয়ারম্যান জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানা গেছে।