ঢাকাMonday , 23 May 2022

দিল্লিতে প্রবল বৃষ্টির কারণে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

Zero News
May 23, 2022 2:32 pm
Link Copied!

প্রবল বৃষ্টি এবং বজ্রপাতের কারণে ভারতের রাজধানী দিল্লিতে তীব্র জ্যাম, বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে৷

আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় ট্র্যাফিক জ্যাম এড়াতে গুরুগ্রামের প্রাইভেট অফিস, প্রতিষ্ঠানকে আজকের জন্য ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।

স্থানীয় সময় সকাল পৌনে ৬টা থেকে ৭টার মধ্যে মাত্র সোয়া ১ ঘণ্টায় দিল্লির তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।

খারাপ আবহাওয়ায় ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল করে দেয়ায় শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। তাই দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইট বার্তায় যাত্রীদের পরবর্তী ফ্লাইট আপডেট জানতে এয়ারলাইনের সাথে যোগাযোগ রাখার আহ্বান জানায়।

এছাড়া রাস্তায় গাছ ভেঙে পড়ায় সপ্তাহের প্রথম কার্যদিবসে আইটিও, ডিএনডি এবং এআইআইএমএস এর কাছাকাছি বিভিন্ন জায়গায়ও ব্যাপক ট্র্যাফিক জ্যামের খবর পাওয়া যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি চলতি মৌসুমের প্রথম মাঝারি-তীব্রতার ঝড়। আজ সোমবার সকালে ঘণ্টায় প্রায় ১শ’ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায় এবং শহরে দেখা দেয়া বিদ্যুৎ বিপর্যয়।