ঢাকাTuesday , 24 May 2022

এক বিল্ডিংয়ের নিচে ২০০ মরদেহ পাওয়ার দাবি

Zero News
May 24, 2022 9:59 pm
Link Copied!

মারিউপোলের একটি উঁচু বিল্ডিংয়ের ধ্বংসস্তুপের নিচে ২০০টি মরদেহ পাওয়ার দাবি করেছেন ইউক্রেনের একজন কর্মকর্তা। 

রাশিয়ার অব্যহত হামলার মুখে ইউক্রেনের সেনারা মারিউপোল ছাড়তে বাধ্য হয়েছেন। বর্তমানে পুরো অঞ্চলটি রয়েছে রাশিয়ার দখলে। 

মারিউপোলের ইউক্রেনীয় মেয়র ভাদইয়াম বোইচেনকোর উপদেষ্টা পেত্রো আন্দ্রিয়ুশেঙ্কো টেলিগ্রামে দেওয়া একটি বিবৃতিতে বলেন, ধ্বংসস্তুপ সরানোর সময় গ্যাস স্টেশনের কাছে অবস্থিত একটি উঁচু বিল্ডিংয়ের নিচে ২০০টি মরদেহ পাওয়া গেছে। তাদের মরদেহ পাওয়া গেছে বিল্ডিংয়ের বেসমেন্টে  এবং এগুলোতে পঁচনের পর্যায়ে চলে গেছে।

এই কর্মকর্তা আরও বলেছেন, স্থানীয়রা এসব মরদেহ উদ্ধার ও প্যাকেট করতে অসম্মতি জানায়। এরপর রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয়ের সেই স্থান ছেড়ে চলে যায়। মরদেহগুলো সেখানেই পড়ে আছে।

তিনি আরও বলেন, অনেক দূর থেকে মরদেহগুলোর দুর্গন্ধ পাওয়া যাচ্ছে কারণ ধ্বংসস্তুপ অর্ধেক সরানো হয়েছে।

এদিকে মারিউপোলে রাশিয়ার হামলায় প্রায় ২০ হাজার মানুষ মারা গেছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

পেত্রো আন্দ্রিয়ুশেঙ্কো বলেছেন, মারিউপোল শহর একটি সমাধিক্ষেত্রে পরিণত হয়েছে।