ঢাকাWednesday , 25 May 2022

বৃষ্টি বাধার পর খেলা শুরু

Zero News
May 25, 2022 6:43 pm
Link Copied!

বৃষ্টি বাধায় তিন ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে মিরপুর শের-ই-বাংলায় শুরু হয়েছে তৃতীয় দিনের শেষ সেশনের খেলা।

এর আগে বৃষ্টি মাথায় নিয়েই তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গিয়েছিল স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী শ্রীলঙ্কা। তবে প্রথমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগও বেড়ে যায়। আর তাই ১২ টা ৪০ মিনিটে দ্বিতীয় সেশনের খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির তোড়ে তা ভেস্তে গেছে।

দুপুর আড়াইটার দিকে বৃষ্টি থামলেও মাঠ প্রস্তুত করতে লেগে গেছে অনেকটা সময়। সাড়ে তিনটার দিকে মাঠ পরিদর্শন করে আম্পায়াররা জানিয়ে দেন, বিকেল চারটায় শেষ সেশনের খেলা শুরু হবে।

এর আগে ঢাকা টেস্টের তৃতীয় দিনে বুধবার (২৫ মে) প্রথম সেশনের প্রথম ঘণ্টায় দুই দুইটি উইকেট তুলে নিয়ে আশার আলো দেখাচ্ছিল বাংলাদেশের বোলাররা।

তবে বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা। মূলত ম্যাথিউস আর ধনঞ্জয়া ডি সিলভার সাবধানী ব্যাটিংয়েই পথ দেখছে শ্রীলঙ্কা। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ২১০ রান। বাংলাদেশের চেয়ে তারা এখনো পিছিয়ে আছে ১৫৫ রানে।

এর আগে দিনের দ্বিতীয় বলেই উইকেট তুলে নিয়েছিলেন টাইগার পেসার এবাদত হোসেন। লঙ্কান ব্যাটসম্যান কাসুন রাজিথাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান তরুণ এই তুর্কি। এরপরই অধিনায়ক করুনারত্নের সঙ্গে দলের হাল ধরেন ম্যাথিউস। তবে বেশিক্ষণ টেকেনি সেই জুটি। সাকিবের ঘূর্ণিতে ঘায়েল হন লঙ্কান অধিনায়ক। ১৫৫ বলে ৮০ রান তুলে নিয়ে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন করুনারত্নে।