ঢাকাWednesday , 25 May 2022

মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত হানিফ সংকেত

Zero News
May 25, 2022 6:11 pm
Link Copied!

উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক, লেখক হানিফ সংকেত মারা গেছেন―এমন গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর গুজব ছড়িয়েছে।  বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে  এমন গুজব ছড়িয়ে পড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না হানিফ সংকেত। এতে তিনি বিরক্ত ও বিব্রত বলে জানিয়েছেন হানিফ সংকেতের সহকারী মিঠু।

বুধবার দুপুরে মিঠু বলেন, ‘এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে, এতে আমরা খুবই বিরক্ত। আমরা বিষয়টি নিয়ে ফেসবুকে বিস্তারিত পোস্ট দিচ্ছি। সেখানে আমাদের করণীয় লেখা থাকবে। ’

বিষয়টি হানিফ সংকেত বলেন, ‘শুনেছি টিকটক নামের একটি সোশ্যাল মিডিয়া থেকে প্রথমে গুজবটি ছড়ায়। তারপর সেটিকে সত্য মনে করে কোনো খোঁজ-খবর ছাড়াই দায়িত্বশীল অনেকে আমার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন। সেখান থেকেই বিষয়টি ভাইরাল হয়েছে।  আমি পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের শনাক্ত করে যেন শাস্তি দেওয়া হয়। দু’দিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব মিথ্যে খবর ছড়ানো হয়। এটা খুবই দুঃখজনক। ’

১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে তিনি খ্যাতি লাভ করেন। এরপর তিনি দেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে হাজির হন। এখনো তিনি স্যাটেলাইট চ্যানেলের রাজত্বেও ‘ইত্যাদি’ নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রাজত্ব করে চলেছেন। তার পরিচালিত ও উপস্থাপিত অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তিনি সামাজিক অসংগতি, দুর্নীতিবিরোধী কার্যক্রম তুলে ধরেন।