ঢাকাWednesday , 25 May 2022

বেনাপোলে স্বর্নের বারসহ দুই পাসপোর্ট যাত্রী আটক

Zero News
May 25, 2022 7:47 pm
Link Copied!

জয়নাল আবেদীন,বেনাপোল:

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে ৩ পিচ স্বর্নের বার (ওজন ৩৫০ গ্রাম) সহ দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে যৌথভাবে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা।
বুধবার (২৫ মে) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার পালন থানার সোলপাড়া গ্রামের নুরুজ্জামান খানের ছেলে ফাহাদ উজ জামান খান (২১) ও একই এলাকার কাশেম খানের ছেলে নান্টু খান (২৩)। তাদের পাসপোর্ট নং যথাক্রমে A03524619 ও A00253448।
বেনাপোল কাস্টমস হাউজের জয়েন্ট  কমিশনার আব্দুর রশিদ জানান, ভারতে সোনা পাচার হবে, এমন গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা চেকপোস্ট ইমিগ্রেশনে যৌথ তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দুই পাসপোর্ট যাত্রীকে আটক করে। পরে, তাদের বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে এক্সরে করে পেটে সোনার বার সাদৃশ্য বস্তু দেখা যায়। এসময় তাদের পেট থেকে কালো টেপে মোড়ানো ৩ পিচ সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩৫০ গ্রাম।
আটক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।