ঢাকাThursday , 26 May 2022

মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন জন কবির

Zero News
May 26, 2022 7:41 pm
Link Copied!

জন কবির ও রাফিয়াত রশিদ মিথিলা দীর্ঘদিনের বন্ধু। একসঙ্গে অনেক নাটক ও টেলিছবিতে অভিনয় করছেন তারা। প্রায় চার বছর আগে (৩ ডিসেম্বর, ২০১৮) মিথিলার সঙ্গে জনের পোস্ট করা একটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে অজস্র মন্তব্য করেন নেটজনতা, যার বেশির ভাগই ছিল কুরুচিপূর্ণ এবং আপত্তিকর ইঙ্গিতপূর্ণ। সে সময় ছবিটিকে কেন্দ্র করে কম চর্চা হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জন কবির। তিনি জানিয়েছেন, ‘বন্ধুরা তো অনেক ধরনের দুষ্টুমি করে, ফাজলামো করে। মিথিলা আমার কী রকম বন্ধু, সেটা আমার আব্বু (এখন বেঁচে নেই), আম্মু সবাই জানে। যখন এই সম্পর্কের গুঞ্জন শুরু হয়, সেটা শুনে আমার আম্মু সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন। তিনি বলতেন, মানুষের কি মাথা খারাপ হয়ে গেছে! তখন আমি আম্মুকে বুঝিয়ে বলতাম, মানুষ তো আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনে না। তাই এরকম গল্প ছড়ায়। আসলে মানুষ গল্প বানাতে খুব পছন্দ করে।’

জন আরও বলেন, ‘তাহসানের মাধ্যমেই মিথিলার সঙ্গে বন্ধুত্বের শুরু। যারা মিথিলার সঙ্গে আমার সম্পর্কের কথা ভাবেন, তারা হয়তো এটা ভেবেই মজা পান। কিন্তু সেটাকে আমাদের ওপর চাপিয়ে দেওয়াটা সমস্যা। আমি তো জানি, আমার জীবনটা আমি যাপন করছি, মিথিলা তার জীবন। আপনাদের কথায় তো আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না। এতে আমাদের কিছুই আসে-যায় না। কারণ আমি, মিথিলা, তাহসান ভালো করেই জানি, আমরা কেমন।’

এই মিউজিশিয়ান যোগ করেন, ‘বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ও স্মার্টফোনের সহজলভ্যতার কারণে এসব গুঞ্জন ব্যাপক হারে ছড়াচ্ছে। এখন ছোট পরিসরের গসিপও দ্রুত ছড়ায়। আমাদের হাতে ডিভাইস আছে, কিন্তু কীভাবে একটি ইনফরমেশন গ্রহণ করতে হয় সেই জ্ঞানের অভাব আছে।’