ঢাকাMonday , 30 May 2022

নেপালের নিখোঁজ বিমানের সন্ধান মিলেছে

Zero News
May 30, 2022 12:14 pm
Link Copied!

২২ জন আরোহী নিয়ে নিখোঁজ নেপালের বিমানটির সন্ধান পাওয়া গেছে।বিমানটি মাসতাং জেলার কোয়াং গ্রামের একটি নদীর তীরে বিধ্বস্ত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (২৯ মে) সকাল ১০টার পর থেকে বেসরকারি তারা এয়ারলাইনসের বিমানটি নিখোঁজ হয়।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানান, হিমালয়ের পাদদেশে লামচে নদীর কাছে বিধ্বস্ত হয় বিমানটি।নেপালের সেনাবাহিনী দুর্ঘটনাস্থলে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে পোখরার প্রধান জেলা কর্মকর্তা নেত্র প্রাসাদ শর্মা জানান, সবশেষ মাসতাং জেলা পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ছিল।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জোমসোমের দিকে যাচ্ছিল এ ছোট বিমানটি।সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে ১৩ জন নেপালি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক, দুজন জার্মান নাগরিক ও তিনজন ক্রু সদস্য ছিলেন।