ঢাকাThursday , 2 June 2022

বিজয়নগরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রেহাই পেল স্কুল ছাত্রী

Zero News
June 2, 2022 7:26 pm
Link Copied!

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়াঃ

বাল্যবিয়ে দেয়ার আয়োজন করায় মেয়ের বাবাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
বুধবার ১ লা জুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউপির নলগড়িয়া গ্রামের এসএসসি পরিক্ষার্থী’র (১৭) সাথে একই উপজেলার ফজু রহমানের প্রবাসী ছেলের সাথে গোপনে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ সদস্যদের সাথে নিয়ে কনের বাড়িতে উপস্থিত হয়। বাল্য বিয়ের সত্যতা নিশ্চিত হয়ে কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, এসএসসি পরিক্ষার্থী (১৭) স্কুল ছাত্রীকে  গোপনে বাল্যবিয়ে দেয়ার সময় মোবাইল কোর্ট পরিচালনা করে বন্ধ করা হয়। পাশাপাশি বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। ১৭ বছরের এসএসসি পরীক্ষার্থী বাবা- মা ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেনা এই মর্মে  মুচলেকা দিয়েছে।