ঢাকাThursday , 2 June 2022

জীবনের নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন সৌরভ

Zero News
June 2, 2022 5:12 pm
Link Copied!

বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সেখানে তিনি বলেন, ৩০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করার পালা। এর পরই গুঞ্জন বের হয়, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ ছাড়তে যাচ্ছেন প্রিন্স অব কলকাতা!

কেউ কেউ আবার বলেন, রাজনীতিতে যোগ দিতে চলেছেন দাদা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলী। জানিয়েছেন, ক্রিকেট ছাড়ছেন না তিনি। বরং নতুন একটি উদ্যোগ নিয়েছেন। একটি অনলাইন শিক্ষা অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন। যার মধ্য দিয়ে শিক্ষক ও কোচদের বিভিন্নভাবে সমর্থন দেওয়া হবে।

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘পূর্বের স্ট্যাটাস নিয়ে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। দীর্ঘসময় ধরে ভাবছি, কিছু মানুষ আছে যারা সমাজের উন্নয়নে স্বার্থ্যহীনভাবে সহায়তা করে এবং দিনকে দিন ভারতকে মহান বানাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আইপিএল আমাদের দুর্দান্ত সব খেলোয়াড় দিয়েছে। কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয় কোচরা, যারা খেলোয়াড়দের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। এটা কেবল ক্রিকেটেই নয়, শিক্ষা, ফুটবল, মিউজিক সহ অন্যান্য সব ক্ষেত্রেই। আজ আমার এই অবস্থানে আসতে যত শিক্ষক ও কোচদের অবদান রয়েছে তাদের সবার প্রতি কৃতজ্ঞ।’