ঢাকাFriday , 3 June 2022

নবাবগঞ্জে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Zero News
June 3, 2022 1:38 pm
Link Copied!

মোঃ সুলতান মাহমুদ, দিনাজপুর-নবাবগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, দিনাজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মমতাজ বেগম, পরিবার পরিকল্পনা অধিপ্তরের উপ-পরিচালক(এমসিএইচ) জাহাঙ্গীর আলম প্রধান, দিনাজপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক(সিসি) ডাঃ খাদিজা নাহিদ ইভা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জাকিরুল ইসলাম প্রমুখ কর্মশালায় বক্তব্য রাখেন।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবার পরিকল্পনা কর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা মাতৃত্বকালীন মৃত্যু কমিয়ে আনার লক্ষে ইউনিয়ন পর্যায়ে স্বাভাবিক প্রসবসেবা জোরদার করনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।