ঢাকাSaturday , 4 June 2022

কাপাসিয়ায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

Zero News
June 4, 2022 2:32 pm
Link Copied!

নূরুল আমীন সিকদার, কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ১৭৯ টি প্রাথমিক বিদ্যালয় একযোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২ জুন  বৃহস্পতিবার  সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচন উপলক্ষে প্রতিটি বিদ্যালয়ে লাল নীল কাগজ দিয়ে জাতীয় পতাকা, সাদা কালো পোষ্টার, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিসহ কেন্দ্রে উৎসব মুখর পরিবেশ ছিলো।

কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজলী দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়,চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগটিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,হরিমুন্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়,বরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়,বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়,চাকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উওর খামের সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাইলজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরেজমিনে গিয়ে ভোটার ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় শিশুরা উৎসব মুখের পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আশরাফুল আলম খান, এমদাদুল হক আরমান, জাহাঙ্গীর আলম,ফিরুজ মিয়া,মোমতাজ উদ্দিন,আতিকুল ইসলাম জানান শিশুদের গনতন্ত্র চর্চা ও গনতান্ত্রিক মূল্যবোধ প্রতি শ্রদ্ধাশীল হওয়া এ নির্বাচনের লক্ষ্য।

কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  আনসার উদ্দিন( ভারপ্রাপ্ত) , সহকারী শিক্ষা অফিসার সোহবার রোস্তম, মনির হোসেন,ফাতেমা খাতুন  বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন।

কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক শিক্ষক সভাপতি আলমগীর হোসেন সিকদার বলেন, শিশুদের গনতান্ত্রিক এ পরিবেশ  চমৎকার লেগেছে। আমি সারাদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। আগামীতে আরো উৎসব করার জন্য ব্যবস্হা গ্রহণ করবো।