ঢাকাSaturday , 4 June 2022

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জন হাসপাতালে

Zero News
June 4, 2022 9:45 pm
Link Copied!

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন মোট ৭০ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৮ জন এবং ঢাকার বাইরে দুইজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৪১১ জন রোগীর ভর্তি রয়েছেন। একই সময়ে তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪১ জন। তবে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

উল্লেখ্য, গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।