ঢাকাSunday , 5 June 2022

বিচার কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

Zero News
June 5, 2022 10:11 pm
Link Copied!

বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (৫ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিনজন বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

বিচারপতিগণ হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপ্রধান নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতিদের নিয়োগের ফলে আপিল বিভাগের অনিষ্পন্ন মামলা নিষ্পত্তিতে গতি আসবে।

তিনি আশা করেন যে বিচার বিভাগের ভাবমূর্তি ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারপতিগণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, কোভিড-১৯-এর মতো দুর্যোগ মুহূর্তেও জনগণ যাতে ন্যায়বিচার পায় সে ব্যাপারে বিচার বিভাগকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সূত্র : বাসস