ঢাকাWednesday , 8 June 2022

নিহত ফায়ার ফাইটার’দের স্মরণে  ঝিনাইদহে শোক পালন 

Zero News
June 8, 2022 2:02 pm
Link Copied!

রাসেল ঝিনাইদহ প্রতিনিধিঃ

চট্রগ্রামের সীতাকুন্ডুতে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নি নির্বাপনের সময় কন্টেইনারে রাসায়নিক বিষ্ফোরনে ও আগুনে দগ্ধ হয়ে নিহত ফায়ার ফাইটারদের স্মরনে ঝিনাইদহে শোক কর্মসুচি পালিত হচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলার কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে সদস্যরা বুকে কালো ব্যাচ ধারন করেন। অর্ধনমিত রাখে ফায়ার সার্ভিসের বিভাগীয় পতাকা। এরপর তারা নিহত সহকর্মীদের স্মরণে সালাম প্রদর্শন করেন।

সেসময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, চট্রগ্রামের সীতাকুন্ডুতে কন্টেইনার ডিপোতে অগ্নি নির্বাপনের সময় বিষ্ফোরনে ও আগুনে দগ্ধ হয়ে আমাদের সহযোদ্ধা ৯ ফায়ার ফাইটার নিহত জীবন দেয়। আমরা চরম ভাবে শোকাহত একসাথে এতো সদস্যকে হারিয়ে। তবুও জীবন বাজি রেখে মানুষের সেবায় আগামীতেও কাজ করে যাবো ফায়ার সার্ভিস।

এছাড়া জেলার সদর, শৈলকুপা, হরিনাকুন্ডু, কোটচাদপুর ও মহেশপুর স্টেশনেও এ কর্মসুচি পালিত হয়। ফায়ার সার্ভিস অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আজ থেকে আগামী ৯ তারিখ পর্যন্ত এ শোক কর্মসুচি অব্যাহত থাকবে।