ঢাকাSaturday , 11 June 2022

ঝিনাইদহ হরিনাকুন্ডুতে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার 

Zero News
June 11, 2022 7:35 pm
Link Copied!

রাসেল, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী লিটন হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলার নিমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার কাপাশহাটিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে গত ৭ জুন তারিখে একটি আলমসাধু চুরির অভিযোগ এনে কতিপয় ব্যক্তি আশান আলীকে কাপাশহাটিয়া আরশাদ আলী কলেজের মাঠে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৮ জনকে আসামী করে হরিনাকুন্ডু থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

সেই থেকেই দায়েরকৃত মামলার আসামীরা পলাতক ছিল। এই মামলার পলাতক প্রধান আসামী লিটন হোসেন কালীগঞ্জ উপজেলার নিমতলা বাজারে অবস্থান করছে এমন তথ্য আসে র‌্যাবের কাছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে র‌্যাব। সেসময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।