ঢাকাSaturday , 11 June 2022

নীলফামারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত 

Zero News
June 11, 2022 6:22 pm
Link Copied!

সাইফুল ইসলাম মানিক, নীলফামারীঃ

আগামী ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। 

শনিবার (১১ জুন) বিকালে নীলফামারী সিভিল সার্জন অফিসের আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইপিআই সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

ক্যাম্পেইনের তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন।

কর্মশালায় সিভিল সার্জন জাহুঙ্গীর কবির বলেন, প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলার ১ হাজার ৫ শত ৮৭ টি কেন্দ্রে ৩ লাখ ৬ হাজার ৩ শত ১২ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬-১১ মাস বয়সী ৩০ হাজার ৭ শত ২৩ জন এবং ১২- ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫ শত ৮৯ জন। ৬-১১ মাস বয়সীদের নীল এবং ১২-৫৯ মাস বয়সীদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, জেলার ৬১ টি ইউনিয়ন ও চারটি পৌরসভা নিয়ে ১ হাজার ৫ শত ৮৭ টি কেন্দ্রে ৩ হাজার ১ শত ৭৪ জন স্বেচ্ছাসেবক এবং ১ শত ৯১ জন সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।