ঢাকাSunday , 12 June 2022

রংপুরে এ সপ্তাহের সেরা রিপোর্টার ফারুক ও শিউলী

Zero News
June 12, 2022 8:14 pm
Link Copied!

শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধিঃ

রংপুরে ‘সেরা রিপোর্ট প্রতিযোগিতায়’ সপ্তম সপ্তাহের সেরা রিপোর্ট নির্বাচিত হয়েছে ভিজুয়াল ক্যাটাগরিতে ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক ও প্রিন্ট ক্যাটাগরিতে দৈনিক নবচেতনা’র শরিফা বেগম শিউলী।

এ সপ্তাহের সেরা রিপোর্ট ভিজুয়াল ক্যাটাগরিতে ঢাকা পোস্টে প্রকাশিত ‘তোমরা আমাকে বাঁচাও, আমি তোমাদের শ্যামা’ ও প্রিন্ট ক্যাটাগরিতে নবচেতনা ও প্রথম খবরে প্রকাশিত ‘প্রতিদিন বাড়ছে ঔষধের দাম ভোগান্তিতে রোগিরা’ শিরোনামে রিপোর্ট দুটি দুই ক্যাটাগরীতে সেরা হিসেবে নির্বাচন করেছেন জুরি বোর্ড।

জুরি বোর্ডের সদস্যরা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান, সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রতন সরকার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ ও বিএমএসএফ এর রংপুর জেলা সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা।

শনিবার ( ১১ জুন) রাত ৮টায় রিপোর্টার্স ক্লাবের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিদের মধ্যে থেকে সেরা দুটি রিপোর্ট নির্বাচন করে সংশ্লিষ্ট রিপোর্টারের হাতে বিজয়ী প্রাইজবন্ড তুলে দেন জুরি বোর্ডের সদস্যরা।

রিপোর্টার্স ক্লাব রংপুর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ রংপুর জেলা শাখার যৌথ উদ্যোগে সাংবাদিকদের রিপোর্টিং মানোন্নয়নে প্রতি সপ্তাহের সেরা রিপোর্টের ভিত্তিতে পাঁচ সদস্যের জুরি বোর্ড তাদের রিপোর্টের মধ্য থেকে সেরা নির্বাচিত করেন। এ সপ্তাহে নিজেদের রিপোর্ট সেরা হিসেবে স্থান পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়ীরা।

জুরি বোর্ড ও সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রিপোর্টার্স ক্লাব ও বিএমএসএফ এর এই উদ্যোগ গণমাধ্যমের নবীন কর্মীদের পেশাগত উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশে নিজেদের দক্ষতা অর্জনের সুযোগ পাবে। আশা ব্যক্ত করে বক্তারা বলেন, এই দুই সংগঠন ঐক্যবদ্ধভাবে আরও নতুন নতুন উদ্যোগের মাধ্যমে রংপুরের সাংবাদিকতাকে একটি আরাদ্ধ স্থানে নিয়ে যাবে। এই উদ্যোগে রংপুরে কর্মরত যেকোন সংবাদকর্মী অংশ নিতে পারবেন বলেও জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ইউনিটি, বিএমএসএফ এর কেন্দ্রীয় ও রংপুর জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী, বিএমএসএফ এর রংপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম জয়, রিপোর্টার্স ক্লাব রংপুর এর কোষাধ্যক্ষ এবং বিএমএসএফ রংপুর জেলা কমিটির কার্যকরী সদস্য আমিরুল ইসলাম, কার্যকরী সদস্য এসএম ইকবাল সুমন, সাংবাদিক বর্ণালী জামান বর্ণা, রবিন চৌধুরী রাসেল, মিজানুর রহমান বিপ্লব, জাকির হোসেন মাহমুদুর রহমান বিপ্লবসহ রিপোর্টার্স ক্লাব ও বিএমএসএফ এর অন্যান্য সদস্যবৃন্দ।