ঢাকাMonday , 13 June 2022

সাদুল্লাপুরে কৃষি বিভাগের রোভিং সেমিনার 

Zero News
June 13, 2022 8:22 pm
Link Copied!

মোঃ শাকিল মিয়া,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নকতরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগ এ সেমিনারটি আয়োজন করে।

সোমবার (১৩ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বেলাল উদ্দিন।

উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, জেলা শস্য সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কামরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম বসনিয়া, আবুল কালাম আজাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) আব্দুর রব সরকার প্রমুখ।

প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কৃষি জলবায়ু সেবা, আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস, শস্য উৎপাদন পরিকল্পনাসহ কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি বিষয়ে এই সেমিনার সম্পন্ন হয়।