ঢাকাTuesday , 14 June 2022

পীরগাছায় বিশ্ব ব্লাড ডোনার দিবস উদযাপন

Zero News
June 14, 2022 8:25 pm
Link Copied!

মো. একরামুল ইসলাম, পীরগাছা-রংপুর প্রতিনিধি:

এসো করি রক্তদান, হাসবে রোগি বাঁচবে প্রাণ-এই শ্লোগানে শিখা রক্তদান ফাউন্ডেশনের আয়োজনে রংপুরের পীরগাছায় বিশ্ব ব্লাড  ডোনার দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪জুন) বিকেল ৫টায় পীরগাছা থানা গেইট সংলগ্ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে দিবসটি উদযাপন করা হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. ফরিদ উর রহমান সরকার চয়ন, পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান আনিছ ও আকতার মাহমুদ, ডিএসবি কর্মকর্তা আনছার আলী, শিখা রক্তদান ফাউন্ডেশনের  বিশ্ব ডোনার সদস্য সুমাইয়া আক্তার, নুরেজা আক্তার, সৈকত হাসান সজিব, সুজন মিয়া ও সুরাইয়া আক্তার প্রমুখ।

ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. ফরিদ উর রহমান সরকার চয়ন বলেন, প্রতি বছর ১৪ জুন পালন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।

২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।