ঢাকাWednesday , 15 June 2022

পদ্মা সেতু নিয়ে ছয় তারকার গান

Zero News
June 15, 2022 1:32 pm
Link Copied!

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ২৫ জুন হতে চলেছে পদ্মা সেতুর উদ্বোধন। পদ্মা সেতু নিয়ে চলছে বিভিন্ন আয়োজন। এবার এসব আয়োজনের মধ্যে পদ্মা সেতু নিয়ে গান গাইলেন দেশের ছয় সংগীত তারকা।

আঁখি আলমগীর, কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিককে নিয়ে তৈরি হয়েছে এ গান। ‘পদ্মা সেতুর বিজয়গাথা ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়’–এ রকম কথায় গানটি লিখেছেন মোকাম আলী খান। সুর ও সংগীত পরিচালনায় মিল্টন খন্দকার। গানটির রেকর্ডিং হয়েছে।

শনিবার (১১ জুন) পদ্মা সেতু এলাকায় গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়। শুটিংয়ে অংশ নেন ছয় কণ্ঠশিল্পীই।

গানটি নিয়ে আঁখি আলমগীর সংবাদমাধ্যমকে বলেন, পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এ সেতুর সঙ্গে জড়িয়ে আছে সবার আবেগ-অনুভূতি। গর্বের এ সেতু নিয়ে গানটি করে ভালো লেগেছে।

ভিডিওটির নির্দেশনা দিয়েছেন মাহবুবা ফেরদৌস। শিগগিরই গানটির প্রচার শুরু হবে। বিটিভির উদ্যোগে নির্মিত গানটি প্রচারও হবে রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেলে।