ঢাকাFriday , 17 June 2022

‘ডাক’ বিভাগে শীর্ষে বাংলাদেশ

Zero News
June 17, 2022 6:06 pm
Link Copied!

এক ইনিংসে যদি ছয় ব্যাটার ‘ডাক’ মারে তবে কোথায় গিয়ে দাঁড়াবে দলের স্কোর? যা ভাবছেন সেটাই, অ্যান্টিগায় দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৬ ব্যাটার সাজঘরে ফিরেছেন শূন্য রানে। তাতে বাংলাদেশের স্কোর সব উইকেট হারিয়ে ১০৩ রান। যার মধ্যে সাকিব আল হাসান একাই করেন ৫১ রান।

এক ইনিংসে একসঙ্গে ছয় ব্যাটারের শূন্য রানে ফেরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল উঠেছে রীতিমতো। অনেকে মজা করে বলছেন, বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ নাকি ‘ডাক বিভাগ’।

এবার অংকের হিসেবে আসা যাক। চলতি বছর টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করেছে বাংলাদেশ দলের ব্যাটাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় চলতি টেস্টের প্রথম ইনিংসে একসঙ্গে ছয় ব্যাটার শূন্য রানে আউট হওয়ায় ২০২২ সালে টেস্ট ক্রিকেটে সবচেয়ে ৩০টি বেশিবার ডাক-এর দেখা পেল বাংলাদেশ দল।

বিব্রতকর এই রেকর্ডে বাংলাদেশকে পেছনে ফেলতে হলে পেছনের দলগুলোকে প্রচুর পরিশ্রম করতে হবে বলা যায়। কেন না, চলতি বছর বাংলাদেশের ডাক-এর সংখ্যা ২৩। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সংখ্যা ১৪। তিন নম্বরে ১৩ ডাক নিয়ে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সংখ্যা ১২ এবং শ্রীলঙ্কার সংখ্যা ১১টি।

রয়েছে আরো একটি বিরল রেকর্ড। চলতি বছরে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট তিন ব্যাটারও বাংলাদেশের। তারা যথাক্রমে খালেদ আহমেদ (৬ বার), মাহমুদুল হাসান জয়।