ঢাকাFriday , 17 June 2022

সিলেটের বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে

Zero News
June 17, 2022 6:22 pm
Link Copied!

সিলেটের বন্যা পরিস্থিতি আগামী দুই থেকে তিন দিন আরও অবনতি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।

শুক্রবার (১৭ জুন) সময় সংবাদকে এ কথা জানান তিনি।

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক উপচে তীব্র বেগে  ঢুকছে পানি। উজানি ঢলে একের পর এক তলিয়ে যাচ্ছে সিলেটের বিভিন্ন উপজেলা। গ্রাম ছেড়ে লোকজন আশ্রয়ের খোঁজে ছুটছে। গবাদিপশুর জায়গা হয়েছে মহাসড়কে। বানভাসি মানুষের ভোগান্তি এখন চরমে।
দেশের অভ্যন্তরীণ ভারি বর্ষণের কারণে গত কয়েকিদন ধরে বিভিন্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে ভারি বৃষ্টির কারণে এর আগেও এমন বন্যা তৈরি হয়েছিল। গত এক মাসে পরপর ভারি বৃষ্টির কারণে এ বন্যার সৃষ্টি হয়েছে।

 আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গেও গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে। ফলে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তা, ধরলা, কুশিয়ারা এই নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, বাংলাদেশে এই মুহূর্তে ১৩টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এ অঞ্চলগুলোতে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। যার ফলে মানুষের সাধারণ জীবন-যাপন ব্যাহত হচ্ছে।