ঢাকাWednesday , 22 June 2022

এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

Zero News
June 22, 2022 6:07 pm
Link Copied!

দেশব্যাপী নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এ কারণে স্থগিত করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে এই পরীক্ষা ঈদ উল আজহার পর শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২২ জুন) উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এ তথ্য জানান।

তিনি জানান, দেশে সার্বিক বন্যা পরিস্থিতির কারণে ঈদ উল আজহার আগে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এই পরীক্ষা ঈদের পর নেওয়া হবে। আমরা দ্রুতই রুটিন প্রকাশ করে পরীক্ষার বিষয়টি জানিয়ে দিবো।

সচিব বলেন, পরীক্ষা আয়োজনের জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন তাই ঈদ উল আজহার আগে এসএসসি পরীক্ষা শুরু করা যাচ্ছে না। এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সেই প্রভাব এইচএসসি পরীক্ষার ওপরও পড়বে। কেননা দুটি পাবলিক পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা শেষ হত ৬ জুলাই। কিন্তু সিলেটসহ সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন এই পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হয়।