ঢাকাMonday , 27 June 2022

পদ্মা সেতুর ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে জরিমানা

Zero News
June 27, 2022 7:20 pm
Link Copied!

এবার পদ্মা সেতুর ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুন) দুপুরে সেতুর মুন্সীগঞ্জ অংশে এই জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার মো. আশরাফুল কবীর।

সরকারি বিধিনিষেধ অমান্য এবং অবৈধভাবে সেতুর ওপর গাড়ি পার্কিং করার অপরাধে এই জরিমানা করা হয়েছে জানিয়ে আশরাফুল কবীর বলেন, পদ্মা সেতুর মুন্সীগঞ্জ অংশে অবস্থানকালে সেতুর মাঝখানে প্রাইভেটকার থামিয়ে সাত থেকে আটজন ব্যক্তি সেতুতে অবস্থান করেন। এ সময় তাদেরকে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে স্বীকার করলে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়। কেউ যাতে সরকারি বিধিনিষেধ অমান্য না করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার।

এর আগে, পদ্মা সেতুতে মোটরসাইকেল যাত্রায় হেলমেট না থাকায় প্রথম জরিমানা দেন মাদারীপুরের কাঁঠালবাড়ীর বাসিন্দা আয়ূব খান।রোববার (২৬ জুন) পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা প্রান্তে তাকে ১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।