ঢাকাTuesday , 28 June 2022

পদ্মা সেতুতে বাইক চালানোর বিষয়ে সিদ্ধান্ত কখন, জানালেন প্রতিমন্ত্রী

Zero News
June 28, 2022 5:28 pm
Link Copied!

পদ্মা সেতুতে স্পিডগান, সিসিটিভি স্থাপনের পর বাইক চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য বাইক চালাচল বন্ধ নয়।এটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। সেতুতে স্পিডগান, সিসিটিভি স্থাপনের পর বাইক চালানোর বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর/সংস্থার ২০২২-২৩ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই ও ২০২১-২২ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।

যাত্রী কম থাকায় লঞ্চ মালিকদের হতাশা প্রসঙ্গে তিনি বলেন, হতাশা হবেন না।১০ হাজার কিলোমিটার নৌপথ কেন তৈরি করছি? এটার চাহিদা আছে বলেই করছি। সেজন্য আমাদের শত শত কোটি টাকা ব্যয় করতে হয়েছে। আমরা তো অপরিকল্পিত দেশ পরিচালনা করছি না। অপ্রয়োজনীয় কিছু প্রধানমন্ত্রী করছেন না। এজন্য লঞ্চ মালিকদের হতাশ হওয়ার কিছু নেই।