ঢাকাTuesday , 28 June 2022

যাত্রীর অপেক্ষায় ফেরি, ঘাট ফাঁকা

Zero News
June 28, 2022 1:40 pm
Link Copied!

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহন ও যাত্রীর চাপ আগের মতো নেই। সাধারণত এই নৌপথে ফেরি পারের জন্য দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন অপেক্ষা করে। কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই ফেরি ঘাট অনেকটাই ফাঁকা রয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ নেই।

জানা গেছে, দৌলতদিয়া ঘাট এলাকায় ঘরমুখো মানুষের কোন ভিড় নেই। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য অপেক্ষা করছে ফেরিগুলো। একই সঙ্গে আগের মতো যানবাহনও নেই। তবে মহাসড়কে মাঝে মাঝে স্থানীর কিছু পরিবহন চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন খুব একটা দেখা যায়নি। অন্যদিকে পণ্যবাহী ট্রাকও ছিল অনেক কম। ঘাটে কোনও যানবাহনের সারি না থাকায় সরাসরি ফেরিতে উঠে পদ্মা পার হচ্ছে যানবাহন। তবে পুরো ফেরিঘাট ও মহাসড়ক এলাকায় কোনও যানজট নেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ফেরির টিকিট বিক্রি এখন অর্ধেকে নেমে এসেছে। আগের মতো যাত্রী ও যানবাহনের চাপ নেই। যানবাহনগুলো ঘাটে এসে সরাসরি ফেরির দেখা পাচ্ছে। এখনো এই রুটে ২১টি ফেরির মধ্যে ১৮টি ফেরি চলাচল করছে।