ঢাকাWednesday , 29 June 2022

ভারতে পাচার ২৫ বাংলাদেশী যুবক-যুবতীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

Zero News
June 29, 2022 10:38 am
Link Copied!

জয়নাল আবেদীন,বেনাপোল প্রতিনিধিঃ

অবৈধপথে ভারতে পাচার হওয়া বাংলাদেশি ২৫ যুবক-যুবতীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

এদের মধ্যে ১২ জন যুবক ও ১৩ যুবতী রয়েছে।

তারা হলেন, জুনায়েদ শেখ, আরিফুল ইসলাম, ইমন আক্তার, আব্দুল মমিন, শুভ ফারাজজী, খলিল শেখ, জাকির হোসেন, আবু সৈয়দ গাজী, রবিউল শেখ, ফাইজুল ভূইয়া, হাসিব শেখ, জান্নাতি, আমেনা আক্তার, অর্পি খাতুন, খাদিজা খাতুন, রুকসানা, লাবনী খাতুন, ইমলি রানি, শুকলা মন্ডল, বিলকিস বেগম, শিরিনা খাতুন, লিপি আক্তার, জুবেদা বেগম, হোসনেয়ারা আক্তার ও রোজিনা আক্তার।এদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ আহম্মেদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এবং মহিলা আইন সমিতি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।

যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস এন্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবি সমিতির নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।