ঢাকাThursday , 30 June 2022

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১০ জুলাই

Zero News
June 30, 2022 8:27 pm
Link Copied!

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার উপপরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।

এবার ঈদের সরকারি ছুটি ৯, ১০ ও ১১ জুলাই। তবে ঈদের ছুটির একদিন ৯ জুলাই পড়েছে শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে।

এদিকে বুধবার (২৯ জুন) মধ্যপ্রাচ্য থেকে ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে বৃহস্পতিবার (৩০ জুন) জিলহজ মাস শুরু হবে। তাই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই। আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সাধারণ জিলহজ মাসের চাঁদ প্রথমে সৌদি আরব এবং তার একদিন পর বাংলাদেশ পাকিস্তান ও অন্যান্য দেশে দেখা যায়।