ঢাকাThursday , 30 June 2022

মাদকের বিরুদ্ধে লোহাগাড়া থানা ২৪ ঘন্টা সোচ্চার, আটক-২

Zero News
June 30, 2022 4:19 pm
Link Copied!

এম, দলিলুর রহমান, চট্টগ্রাম-লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আতিকুর রহমানের দিক নির্দেশনায় লোহাগাড়া থানার সাহসী  পুলিশের বিশেষ অভিযানে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২জন।
২৯/০৬/২০২২ইং বুধবার ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) মূলে লোহাগাড়া থানায় কর্মরত এসআই মোঃ মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে  সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ইউপিস্থ চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর ২৯/০৬/২০২২খ্রি: তারিখ ৫.৫০ ঘটিকার সময় অভিযান চালিয়ে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক বহনকারী আটক করেন।
আসামিরা হলেন ১। ফাতেমা বেগম(৩৫), স্বামী-মৃত নুর আলম, পিতা-মৃত মুনসুর আলী, মাতা-মরজিনা আক্তার মুন্নি, সাং-শিলেরছড়া, ০৬নং ওয়ার্ড, মেহেরাজ খাতুনের বাড়ী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এবং ২। বুলবুল আক্তার(৪০), স্বামী-মৃত মোঃ হোসেন, পিতা-মৃত মুনসুর আলী, মাতা-বেলুয়া খাতুন, সাং- সাং-শিলেরছড়া, ০৬নং ওয়ার্ড, মেহেরাজ খাতুনের বাড়ী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ মাদক আইনের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক নির্মুলের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান।