ঢাকাFriday , 1 July 2022

কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে অর্ধগলিত মৃত ডলফিন

Zero News
July 1, 2022 8:04 pm
Link Copied!

মো.নাহিদুল হক, কলাপাড়া-পটুয়াখালী প্রতিনিধিঃ

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে অর্ধগলিত একটি মৃত ডলফিন।

৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের মৃত ডলফিনটি বৃহস্পতিবার সকাল দশটায় সৈকতের ঝাউবন পয়েন্টে দেখতে পায় স্থানীয়রা।

পরে বনবিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে এটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়। এর আগেও একাধিক মৃত ডলফিন কুয়াকাটার সৈকতে ভেসে আসে। বেশির ভাগ ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন ও জেলেদের জাল পেচানো ছিলো। জোয়ারের সময় মৃত ডলফিনটি ভেসে এসে তীরে আটক পরে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা বলেন, দেখে মনে হচ্ছে এ ডলফিনটি অনেকদিন আগে মারা গেছে। এটির উপরিভাগের চামড়া উঠে গেছে। এছাড়া কান, লেচ কিছুই নেই।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বনবিভাগের সহায়তায় ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। এটি নিয়ে চলতি বছরে ১৩টি ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। এরমধ্যে একটি ছিলো জীবিত।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,সৈকত এলাকায় দুর্ঘন্ধ ছড়ানোর কারনে ডলফিনটি দ্রæত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।