ঢাকাFriday , 1 July 2022

শ্যামনগরে রথযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Zero News
July 1, 2022 9:11 pm
Link Copied!

রনজিৎ বর্মন শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১ জুলাই শুক্রবার হিন্দু ধর্মালম্বীদের শ্রীশ্রী জগন্নাথ বলদেব শুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। শোভাযাত্রার পূর্বে গোপালপুর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির চত্তরে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণসখা দাস ব্র²চারীর সভাপতিত্বে এক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, প্রভাষক পরিমল মন্ডল, প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।

রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঐতিহ্যবাহী গোপালপুর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে শুরু হয়ে নকিপুর সার্বজনীন হরিতলা মন্দির প্রাঙ্গনে এসে শেষ শেষ হয়। ঐতিহ্যবাহী গোপালপুর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে ইসকনের সহায়তায় ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত রথযাত্রা উৎসব উপলক্ষে জগন্নাথ দেবের বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে মঙ্গল আরতি, গুরু পূজা, বৈদিক হোম, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, রথযাত্রা, ভজনকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভূতি।