ঢাকাMonday , 4 July 2022

সরকারি জায়গা দখলমুক্ত করলেন লোহাগাড়া ভ্রাম্যমাণ আদালত

Zero News
July 4, 2022 8:19 pm
Link Copied!

এম, দলিলুর রহমান, চট্টগ্রাম-লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের পুর্ব হাজির পাড়ায়  সরকারি জনসাধারণের রাস্তা দখল করে বাড়ী নির্মাণ করায় অভিযান চালিয়েছেন লোহাগাড়া ভ্রাম্যমাণ আদালত। এসময় নির্মানাধীন ঘর গুড়িয়ে দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। 

৪ জুলাই (সোমবার) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা , উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ আনসার বাহিনীর সদস্যরা সাথে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলা সদরের ৮নং ওয়ার্ডস্থ পুর্ব হাজির পাড়ায় মোঃ সোলাইমানের পুত্র মোঃ আজিম সরকারী জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছিল। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে  সরেজমিন পরিদর্শনে গিয়ে নির্মাণাধীন ঘর বন্ধ করে দেওয়া হয় এবং  দখল মুক্ত করা হয়। শেষে নির্বাহী মাজিস্ট্রেট বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান অভ্যাহত থাকবে।