ঢাকাTuesday , 5 July 2022

ঈদযাত্রার ৩ ট্রেনই ছাড়ল দেরিতে

Zero News
July 5, 2022 11:22 am
Link Copied!

ব্যস্ত শহরে, ঠাস বুনোটের ভিড়ে, আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। গানের এই লাইনগুলোর মতো পুরো দেশ থেকে মানুষ রাজধানীতে আসে কাজের প্রয়োজনে, স্বপ্ন তাদের লক্ষ্য অর্জন। তবে ঈদ উৎসবে নাড়ির টানে ঠিকই বাড়ি ছুটে যায়।

ট্রেন, বাস, ট্রাক, মোটরসাইকেল যে যেভাবে পারেন, জন্মস্থানে যাওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার (৫ জুলাই) ঈদুল আজহার প্রথম ট্রেন ঢাকা ছেড়ে গেছে। কিন্তু প্রথম দিনের প্রথম ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়েনি। ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ভোর ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে দেড় ঘণ্টা পর, সকাল ৭টা ৩০ মিনিটে। আর এই ট্রেনটি কমলাপুর আসে ভোর ৬টা ২০ মিনিটে।

এদিন সকাল ৮টার আগে প্লাটফর্মগুলো ফাঁকাই ছিল। স্বাভাবিক ঈদের মতোই পরিবেশ লক্ষ্য করা গেছে। ঈদ যাত্রার বাড়তি চাপ ছিল না মানুষের।

নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস আজ ভোর ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ১ ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে।

আর জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেসও কিছুটা দেরিতেই ছেড়েছে। এটি সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও স্টেশন ছেড়ে আধা ঘণ্টা পর।