ঢাকাTuesday , 5 July 2022

শ্যামনগর কাশিমাড়ী গ্রাম বাংলার ঘোড়া দৌড় প্রতিযোগিতা

Zero News
July 5, 2022 11:00 am
Link Copied!

রনজিৎ বর্মন শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রত্যন্ত এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গাজী বাড়ী দক্ষিণ মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জেলা ও উপজেলার বাইরে থেকে আগত ঘোড়াগুলোর মধ্যে যশোর জেলার ঘোড়া সোওয়ারি প্রথম স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচের সভাপতিত্বে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঘোড়া দৌড় দেখার জন্য দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় যানবাহনে চড়ে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু গোবিন্দপুর গাজী বাড়ী দক্ষিণ মাঠে উপস্থিত হন।

উল্লেখ্য যে রবিবার রমজাননগর ইউপির সোনাখালী গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।