ঢাকাTuesday , 5 July 2022

দেশে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

Zero News
July 5, 2022 5:32 pm
Link Copied!

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৮১ জনে।

মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (৪ জুন) করোনার চতুর্থ ঢেউয়ে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ৮৮২টি। পরীক্ষা করা হয় ১১ হাজার ৯৩২টি নমুনা। এর মধ্যে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৮ জনের। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪৯৪ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৫ জন, রাজশাহী ও ময়মনসিংহে ১ জন। তাদের মধ্যে ৭ জনই পুরুষ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।