ঢাকাTuesday , 12 July 2022

রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

Zero News
July 12, 2022 1:08 am
Link Copied!

ঈদ শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ।

সোমবার (১১ জুলাই) রাজধানীর বাস টার্মিনালগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরজমিনে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন বিকেল থেকেই কর্মজীবী মানুষরা রাজধানীতে ঢুকতে শুরু করেছেন। টানা চার দিনের ছুটি শেষে মঙ্গলবার থেকে ব্যাংক-বিমা, শেয়ারবাজাসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলছে। যার কারণে সোমবার বিকেল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করে মানুষ। তবে ঢাকায় আসা মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী তোফায়েল বলেন, ঈদের ছুটি পেয়েছি মাত্র ৩ দিন। মঙ্গলবার থেকে অফিস শুরু, বাধ্য হয়েই ঢাকায় ফিরতে হলো।

চট্টগ্রাম থেকে আসা জোবায়ের জানান, যাদের অফিস মঙ্গলবার থেকে তারাই ঢাকায় ফিরছে। স্ত্রী-সন্তানদের গ্রামে রেখে এসেছি, সপ্তাহের শেষে গিয়ে নিয়ে আসব।

বাস কাউন্টারের দায়িত্বপ্রাপ্তরা বলেন, ঈদের দ্বিতীয় দিন হওয়ার যাত্রী কম। অর্ধেকের কম যাত্রী নিয়ে ঢাকায় আসছে বাস। তবে মঙ্গলবার থেকে যাত্রীর চাপ বাড়বে।

এদিকে ঈদ উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার অনেক শিশু কিংবা নারী মোবাইল ব্যবহার করেন না। তাই ঠিক কতজন ঢাকা ছেড়েছেন, তা সঠিক বলা যাচ্ছে না।