ঢাকাSaturday , 16 July 2022

বিশ্ব করোনা : বেড়েছে মৃত্যু

Zero News
July 16, 2022 11:08 am
Link Copied!

আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু বেড়েছে।

শনিবার (১৬ জুলাই) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ১ হাজার ৫৪০ জন, যা গতকাল ছিল ১ হাজার ৩৬৭ জন। নতুন আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন। যা গতকাল ছিল ৮ লাখ ৪ হাজার ২৫৫ জন, যা আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, মহামারি শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৬ কোটি ৬২ লাখ ৭২৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৬৩ লাখ ৮৫ হাজার ৫৮৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ব্রাজিলে। নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ সাত হাজার ৯৫৯ জন। দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৫০ হাজার ১১৭ জন। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ২৯৯ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ছয় লাখ ৭৫ হাজার ১৪৫ জনের।

এরপর দৈনিক প্রাণহানির তালিকায় রয়েছে, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, তাইওয়ান ও ফ্রান্স।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।